১ জুন থেকে স্টোরেজ নীতিমালায় পরিবর্তন আনছে গুগল
স্মার্টফোনের স্টোরেজ স্পেস শেষ হয়ে গেলেও ছবি সংরক্ষণে ভরসা ছিল গুগল ফটোস। সেখানে বিনা মূল্যে ছবি, ভিডিও স্টোর করে রাখা যেত। কিন্তু এবার সে সুযোগ সীমিত করছে গুগল। আগামী ১ জুন থেকে গুগল তাদের গুরুত্বপূর্ণ সেবা গুগল ফটোসের নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুসারে গুগল ফটোসের ব্যবহারকারীরা তাদের প্রত্যেকের গুগল অ্যাকাউন্ট অনুযায়ী, ১৫ জিবির বেশি আর স্টোরেজ ব্যবহার করতে পারবেন না। গুগল ডকস থেকে শুরু করে শিটস, স্লাইডস, ড্রয়িং, ফরম এমনকি জ্যামবোর্ড ডাটাও কাউন্ট করা হবে এ স্টোরেজের মধ্যেই। খবর টেকক্রাঞ্চ।
আসছে ১ জুন যেকোনো গুগল অ্যাকাউন্ট হোল্ডার কোনো নতুন ছবি বা ভিডিও আপলোড করলে তা ১৫ জিবি স্টোরেজের মধ্যেই কাউন্ট করা হবে। স্টোরেজ শেষ হয়ে গেলে ইউজারদের গুগল ওয়ান মেম্বারশিপ কিনতে হবে। অ্যাপে রেখে দেয়া ছবি, ভিডিওর পরিমাণ ১৫ জিবি পেরিয়ে গেলেই অর্থ ব্যয় করে স্টোরেজ স্পেস কিনতে হবে। তবে স্বস্তির বিষয় হলো ১ জুনের আগে পর্যন্ত ব্যাক আপ নেয়া ছবি, ভিডিওগুলোকে এ হিসাবের মধ্যে নেয়া হবে না। গুগল ফটোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক যেভাবে জিমেইল বা গুগল ড্রাইভের জন্য অতিরিক্ত স্টোরেজ কিনতে হয়, এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
কোন মন্তব্য নেই