নিরাপদ ব্রাউজিংয়ের জন্য মাইক্রোসফট এজের কিডস মুড
কিডস মুডের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের বয়স অনুযায়ী ব্রাউজার কাস্টমাইজ করতে পারবেন। বর্তমানে অভিভাবকরা ৫ থেকে ৮ এবং ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এ ফিচার ব্যবহার করতে পারেন।
সম্প্রতি এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমান সময়ে শিশুরা অনলাইনে অনেক সময় কাটায় এবং এ কারণে অভিভাবকরাও তাদের ডিভাইসগুলো পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেন। আমরা এক্ষেত্রে একটি সমাধানের ব্যাপারে কাজ করছিলাম এবং শেষ পর্যন্ত আমরা মাইক্রোসফট এজে কিডস মুড আনতে সক্ষম হয়েছি।
প্রতিষ্ঠানটি আরো জানায়, এ পদ্ধতিতে শেয়ারড ডিভাইসের মাধ্যমে শিশুরা ওয়েব ব্রাউজ করতে পারে। যেখানে তাদের পরিপূর্ণ নিরাপত্তা থাকবে, যার ফলে অভিভাবকরাও নিশ্চিন্ত থাকতে পারবেন।
যদি আপনার সন্তান নির্ধারিত সাইট বা পেজের বাইরে অন্য কোথাও প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের সামনে ফ্রেন্ডলি ব্লক নোটিফিকেশন আসবে। যেখানে তাদের ওই সাইটে বা পেজে প্রবেশের জন্য অনুমতি গ্রহণের জন্য বলবে অথবা অন্য কোথাও ব্রাউজ করার পরামর্শ দেবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এমএসএন থেকে নির্ধারিত কিছু আর্টিকেল নিউজ ফিডে চলে আসবে। এখানে শিশুদের হাতের নাগালে পশু-পাখি থেকে শুরু করে বিজ্ঞান, মজাদার ও বিনোদনের বিভিন্ন বিষয় থাকবে।
কিড মুড থেকে বের হতে চাইলে একজন অভিভাবককে পরিচয় প্রদানপূর্বক সেই কাজ সম্পন্ন করতে হবে। মূলত কোনো শিশু ভুলবশত যাতে তাদের নির্ধারিত বিষয়ের বাইরে না যেতে পারে সেটা নিশ্চিত করতেই এ পদ্ধতি।
মাইক্রোসফট জানায়, আমরা বিশ্বাস করি অভিভাবকদের জন্য এটা অন্যতম একটা অর্জন হিসেবেই পরিগণিত হবে।
কোন মন্তব্য নেই