বুক বিল্ডিংয়েরদুইশেয়ার কাট অফ প্রাইসের নিচে! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুক বিল্ডিংয়েরদুইশেয়ার কাট অফ প্রাইসের নিচে!














 


গত এক বছরে পুঁজিবাজারে ৫টি কোম্পানি বক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়েছে। এরমধ্যে ২টি কোম্পানির শেয়ার দর কাট-অফ প্রাইসের নিচে নেমে গেছে। এছাড়া ১টি কাট-অফ প্রাইসে ও ১টি সামান্য বেশিতে অবস্থান করছে।


কোম্পানিগুলো হলো-ওয়ালটন হাইটেক, এনার্জিপ্যাক পাওয়ার, মীর আখতার হোসাইন, লুব-রেফ ও ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড।


কোম্পানিগুলোর মধ্যে ২টির শেয়ার দর কাট কাট-অফ প্রাইসের নিচে নেমে গেছে। কোম্পানি দুটি হলো- মীর আখতার হোসাইন ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।


এরমধ্যে ৬২ টাকা কাট-অফ প্রাইসের ইনডেক্স অ্যাগ্রো সোমবার (১২ এপ্রিল) লেনদেন শেষে ৫৮.৮০ টাকায় নেমে এসেছে।


অন্যদিকে, ৬০ টাকার মীর আখতারে কাট-অফ প্রাইসের শেয়ার নেমে এসেছে ৫৮.৩০ টাকায়।


তবে দেশের জায়ান্ট ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাইটেক একমাত্র ব্যতিক্রম কোম্পানি। এই কোম্পানিটির শেয়ার কাট-অফ প্রাইস ৩১৫ টাকা থেকে কয়েকগুণ বেশিতে অবস্থান করছে। তবে কোম্পানিটির শেয়ার সংখ্যা কম থাকাতে এর দর উপরে অবস্থান করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।


অন্যদিকে, ৩০ টাকার লুব-রেফ বাংলাদেশের শেয়ার অবস্থান করছে ৩০.৮০ টাকায়।


আর ৩৫ টাকার এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লেনদেন হচ্ছে ৩৯ টাকায়।














কোন মন্তব্য নেই