দরপতনের শীর্ষে আইএফআইসি ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দরপতনের শীর্ষে আইএফআইসি ব্যাংক


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪ পয়সা বা ১২.২৮ শতাংশ কমেছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৬৯ বারে ১ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৯ লাখ টাকা।


লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়।


আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে।


লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্রাক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, ফাইন ফুডস, অ্যাপোলো ইস্পাত ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।


কোন মন্তব্য নেই