মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানিতে অগ্নিকান্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানিতে অগ্নিকান্ড


পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কোম্পানিটিতে মালেক স্পিনিংয়ের ৯৭.৯২৫ শতাংশ মালিকানা রয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, গত ৪ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিটে সালেক স্পিনিংয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ফ্যাক্টরির যন্ত্রপাতি, ফ্যাক্টরি শেড, এসি প্লান্টস ও ইয়ার্ন এবং ফেব্রিক্সের ক্ষতিগ্রস্ত হয়।


ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭-৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সালেক স্পিনিংয়ের কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।


কোন মন্তব্য নেই