ডিএসই ব্রড ইনডেক্সে রবিসহ ৩ কোম্পানি অন্তর্ভুক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসই ব্রড ইনডেক্সে রবিসহ ৩ কোম্পানি অন্তর্ভুক্ত














 


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে এন ক্যাটাগরির তিন কোম্পানিকে।  ব্রড সূচকের আওতায় এই কোম্পানি কার্যকর হবে আগামী ১৮ এপ্রিল, রোববার থেকে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।


কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও মীর আখতার হোসেন লিমিটেড।


জানা যায়, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি) এর নিয়ম অনুসারে কোম্পানিগুলোকে আইপিওর প্রান্তিকের তথ্যের ভিত্তিতে প্রধান সূচকে অন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ইনডেক্স কমিটি।














কোন মন্তব্য নেই