পূরবী ইন্স্যুরেন্সে বিনিয়োগ বিষয়ে ডিএসইর সতর্কবার্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি পূরবী ইন্স্যুরেন্সের দর ৬ কার্যদিবসে বেড়েছে ৪২ শতাংশ। এই দর বৃদ্ধিকে কোম্পানি কর্তৃপক্ষ ও ডিএসই অস্বাভাবিক বলছে।
সম্প্রতি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে ১১ এপ্রিল কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর অস্বাভাবাবিকভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ এপ্রিল পূরবী ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২৪ টাকা। ১১ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর উঠেছে ৩৪ টাকায়। ৬ কার্যদিবসে দর বেড়েছে ৪২ শতাংশ।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ। সেজন্য প্রতিষ্ঠানটি পূরবী জেনারেল ইন্সুরেন্সে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের সতর্কাবার্তা জারি করেছে।

কোন মন্তব্য নেই