ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স


চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৩টি কোম্পানি। এসব কোম্পানির ৫১ কোটি ২২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৮১ লাখ ৩১ হাজার ৭২৯টি শেয়ার ৬৬ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৩৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। যা ১৬টি ট্রেডে ১৫ লাখ ৯৪ হাজার ৫০০টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ডেল্টা ব্রাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৬ হাজার-টি শেয়ার।

কোন মন্তব্য নেই