শেয়ার কেনার আগ্রহ মার্কিন কোম্পানির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ার কেনার আগ্রহ মার্কিন কোম্পানির





 


যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সভরিন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ (এসআইজি) স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি বা বিডি ফাইন্যান্সে প্রাথমিকভাবে ৪ কোটি মার্কিন ডলার বা ৩৪০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ ব্যাপারে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিও হয়েছে। সেই সুবাদে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যুক্ত হতে পারে মার্কিন প্রতিষ্ঠানটি। তবে কখন থেকে বিডি ফাইন্যান্সের পর্ষদে এসআইজি যুক্ত হবে, তা এখনো জানানো হয়নি।


দেশের শেয়ারবাজারে এখন বিডি ফাইন্যান্সে বিদেশি বিনিয়োগের বিষয়টি বেশ আলোচিত। প্রতিষ্ঠানটি ১১ এপ্রিল এসআইজির সঙ্গে চুক্তির কথা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানায়। সেখানে বলা হয়, চুক্তি অনুযায়ী বিডি ফাইন্যান্সের কমপক্ষে ৪ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে আগ্রহী এসআইজি। বিদেশি কোম্পানি বিডি ফাইন্যান্সের শেয়ার কিনছে, এমন খবরে গত কয়েক দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ পর্যায়ে উঠে আসে বিডি ফাইন্যান্স। সর্বশেষ গতকাল সোমবার কোম্পানিটি ডিএসইতে লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল। এদিন কোম্পানিটির প্রায় ৩৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।


শেয়ার অধিগ্রহণ ছাড়াও বাংলাদেশের অবকাঠামো খাতে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ১৭ হাজার কোটি টাকা অর্থায়নেরও আগ্রহ প্রকাশ করেছে এসআইজি। সেই বিনিয়োগে এসআইজির স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে বিডি ফাইন্যান্স।

জানা গেছে, বর্তমানে বিডি ফাইন্যান্সের মোট ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৭৭ কোটি টাকা। এ রকম একটি কোম্পানি কী করে ১৭ হাজার কোটি টাকার অর্থায়ন ব্যবস্থাপনা করবে? আবার কত টাকায় কোম্পানিটির শেয়ার বিদেশিদের কাছে বিক্রি করা হবে—এ রকম নানা প্রশ্ন রয়েছে অনেকের মনে।


জানতে চাইলে বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ বলেন, ‘এই বিনিয়োগের বড় অংশেরই ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে দেশি-বিদেশি ব্যাংক। আমরা সামান্য কিছু বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করব। এ জন্য লোকবল নিয়োগ হচ্ছে, আমরা সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছি। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিডি ফাইন্যান্সে যে চার কোটি ডলার বিনিয়োগ করবে, তা দিয়ে আমরা উচ্চ সুদের ব্যাংকঋণ শোধ করব। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পরই সব কাজ সম্পন্ন হবে।’


বাংলাদেশের অবকাঠামো খাত ও বিডি ফাইন্যান্সে অর্থায়ন সংক্রান্ত চুক্তিটি সম্প্রতি যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়। তাতে সই করেন বিডি ফাইন্যান্সের এমডি কায়সার হামিদ এবং এসআইজির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি নক্স।


বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক খাতের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এটি বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান খাতে একটি বৃহত্তর বিনিয়োগ প্রচেষ্টা।


এদিকে বিডি ফাইন্যান্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের মাধ্যমে এসআইজি বাংলাদেশের অবকাঠামোগত খাতে প্রায় ২০০ কোটি ডলার অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। সরকার বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে ঋণ ও ইকুইটি সহায়তা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে অর্থায়ন করতে চায় এসআইজি। প্রাথমিকভাবে বিডি ফাইন্যান্সে চার কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, পরিবেশবান্ধব প্রকল্প, নারী উদ্যোক্তা, সামাজিক আবাসন এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিনিয়োগ হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তির ফলে এসআইজির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করবে বিডি ফাইন্যান্স। এ ছাড়া এসআইজি এই চুক্তির মাধ্যমে বিডি ফাইন্যান্সের কমপক্ষে ৪ শতাংশ শেয়ারের অংশীদার হবে এবং সেই সঙ্গে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সদস্য হবে।





কোন মন্তব্য নেই