ইএফডিতে ভ্যাটের তৃতীয় লটারির ড্র অনুষ্ঠিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইএফডিতে ভ্যাটের তৃতীয় লটারির ড্র অনুষ্ঠিত


ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) চালানের তৃতীয় লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হচ্ছে- 002321XHQDJVB178। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর হলো- 002321RULYFBR700 এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বরগুলো হলো- 000821FSCBXOM469, 0023210MSBSOX636, 002721XGRIOJH902, 000121DFYKJVQ215 ও 002321UHZNKCW555।


ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ১-৩১ মার্চ পর্যন্ত ইস্যু করা চালানের ওপর অনুষ্ঠিত এ লটারিতে মোট ১০১ জন বিজয়ীর ইনভয়েস নম্বর ঘোষণা দেয়া হয়।


এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ও ৫ মার্চ দ্বিতীয়বারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। তখন ১০১ জন বিজয়ীর ইনভয়েস নম্বর ঘোষণা করা হয়। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের পুরস্কৃত করতে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ১০১টি পুরস্কার রয়েছে। একজন ভ্যাটদাতা প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা পেতে পারেন। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। এছাড়া ৯৪ জন ভ্যাটদাতা পাচ্ছেন ১০ হাজার টাকা করে পুরস্কার।


ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন চালু করে এনবিআর। ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকে ইএফডি মেশিন। এজন্য এরই মধ্যে সার্ভার স্থাপন করা হয়েছে। ২০১৯ সালের ২৫ আগস্ট এনবিআর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ইএফডি মেশিন স্থাপন উদ্বোধন করেন। ৫ এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ৩৩টি ইএফডি স্থাপন করা হয়েছে। জুনের মধ্যে এ সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এনবিআরের।

কোন মন্তব্য নেই