১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা যুক্তরাজ্যর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা যুক্তরাজ্যর


আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসন। নির্ধারিত দিন থেকে সব দোকান, রেস্টুরেন্ট, শপিংমলসহ সকল ধরনের ব্যাবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকবে। 


গত ৫ এপ্রিল এক বিবৃতিতে তিনি জানান, 'লকডাউন তুলে নেওয়ায় দেশবাসীর খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে তিনি জানিয়েছেন।'


করোনার সংক্রমণ রোধে দেশটি বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। তবে দেশটির অন্তত ৪০ জন সংসদ সদস্য এর বিরোধিতা করে চিঠি দিয়েছেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশটির কর্তৃপক্ষ বলেছে, 'এখনও নিশ্চিত নয় যে ১৭ মে থেকেই আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করা যাবে কিনা। একই সঙ্গে তারা নাগরিকদের গ্রীষ্মকালীন ভ্রমণ পরিকল্পনা এবং অন্য কোনো দেশে বুকিং দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে এ নিয়ে আরও নিশ্চিত নির্দেশনা দেওয়া হবে বলে।'

কোন মন্তব্য নেই