বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানী




 
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯টির বা ৫৭.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস মঙ্গলবার নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বাা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.২৬ শতাংশ, আরএকে সিরামিকের ৭.৮৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৭.৭৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৮৪ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.০৩ শতাংশ বেড়েছে।



কোন মন্তব্য নেই