অ্যাপলের জন্য বেটা সফটওয়্যার ছাড়ল অ্যাডোবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যাপলের জন্য বেটা সফটওয়্যার ছাড়ল অ্যাডোবি


অ্যাপলের নিজস্ব চিপ সিলিকনের জন্য ইলাস্ট্রেটরের বেটা ভার্সন উন্মুক্ত করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার অভিনাশ সিং কোতোয়াল বলেন, অ্যাপলের সিলিকন চিপের জন্য ইলাস্ট্রেটরের বেটা ভার্সন উন্মুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। যে কেউ ক্রিয়েটিভ ক্লাউডের ডেস্কটপ অ্যাপ থেকে বেটা অ্যাপস সেকশন থেকে ভার্সনটি ব্যবহারের জন্য ডাউনলোড করতে পারবেন। 

কোন মন্তব্য নেই