ভারতের তৈরি হওয়া ইনফিনিক্স নোট ১০ পেতে পারেন শীঘ্রই
ভারতের বাজারে খুব শীঘ্রয় প্রকাশ হতে চলেছে ইনফিনিক্স নোট ১০ প্রো। গিকবেঞ্চ এবং এফসিসি তালিকায় এই স্মার্ট ফোনের তালিকা প্রকাশ হয়েছে। আর এই তালিকা থেকে মনে করা হচ্ছে ইনফিনিক্স এর নোট ১০ প্রো ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানির তরফে এই স্মার্ট ফোনের কথা কিছু উল্লেখ করা না হলেও এক অনলাইন মাধ্যমে এই ফোনের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছে। ইনফিনিক্স ও তাদের নোট ১০ প্রো স্মার্ট ফোনের ওপর কাজ শুরু করেছে বলে জানা গেছে।
সম্প্রতি টেচইওর্কার ইনফিনিক্স নোট ১০ প্রো স্মার্ট ফোনের ছবি, বৈশিষ্ট্যের পাশাপাশি মডেল নম্বর প্রকাশ করেছে। X695 মডেলের স্মার্ট ফোনটি ভারতে তৈরি হবে বলে উল্লেখ করেছে তারা।
৬.৯ ইঞ্চি ডিসপ্লে সঙ্গে ৯০ হার্জ রিফ্রেস রেট থাকতে পারে ইনফিনিক্স নোট ১০ প্রো ফোনে। অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী থাকবে ফোনের ওপরে একটি পাঞ্চ হোল কাটআউটের ব্যবস্থা। এছাড়াও এই স্মার্ট ফোনে থাকবে একটি বড়ো স্ক্রিন।
ডিসপ্লের ক্ষেত্রে ইনফিনিক্স এর নোট ৮ এবং নোট ৮ আই এর মতো ডিসপ্লে রাখা হবে আসন্ন নোট ১০ প্রো ফোনে। তবে আগের ইনফিনিক্স এর স্মার্ট ফোনগুলির তুলনায় নোট ১০ প্রো ফোনে ব্যাটারির ক্ষমতা একটু কম রাখা হয়েছে। নোট ১০ প্রো তে থাকছে ৫০০০ মেগাহার্জ পাওয়ারের ব্যটারি পরিষেবা।
গিকবেঞ্চের দেওয়া তথ্য অনুযায়ী ইনইফিনিক্স এর নোট ১০ প্রো ফোনে থাকতে পারে G90T এর পরিবর্তে MediaTek Helio G85 SoC। পাশাপাশি ARM Mali G76 GPU ওভারক্লক থাকবে যা হবে 900MHz। ক্যামেরার জন্য থাকতে পারে ৬৪ মেরগাপিক্সেল প্রাইমারি সেন্সার।
অন্যদিকে এফসিসি দেওয়া তালিকা অনুযায়ী ইনফিনিক্স নোট ১০ প্রো স্মার্ট ফোনে থাকতে পারে কুয়াড ক্যামেরা সেটআপের ব্যাবস্থা। সুপার নাইট মোডের জন্য এই সেন্সার কাজ করবে। স্যলফির সেন্সারের জন্য থাকবে একটি ১৬ মেগাপিক্সল সেন্সার।
৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের এই স্মার্ট ফোনে থাকবে ৫০০০ মেগাহার্জের একটি ব্যাটারি পরিষেবা যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন যোগ্য। এর পাশাপাশি এই ফোন চালনা করা হবে অ্যান্ড্রয়েড ১১ দ্বারা।
কোন মন্তব্য নেই