বিয়ের ১ মাসের মধ্যেই মা হওয়ার সুখবর শোনালেন দিয়া মির্জা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিয়ের ১ মাসের মধ্যেই মা হওয়ার সুখবর শোনালেন দিয়া মির্জা


 
বিয়ের ১ মাসের মধ্যেই মা হওয়ার সুখবর শোনালেন দিয়া মির্জা ।মালদ্বীপের সমুদ্র সৈকতে সূর্য যখন অস্তাচলে যাওয়ার জন্য তৈরী,সেই নৈসর্গিক দৃশ্যকে সাক্ষী রেখেই দিয়া মির্জা ভক্তদের সঙ্গে শেয়ার করলে তাঁর মা হওয়ার সুখবর। ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প । দিয়া লিখেছেন, ”মা হতে চলা আশীর্বাদের মতো। একটা জীবন থেকে নতুন জীবনের শুরু। সমস্ত গল্পই আবার নতুন করে শুরু। ঘুম পাড়ানি গান। নতুন চারাগাছ। নতুন আশার ফুল। আমার গর্ভেই নতুন করে সব স্বপ্নের শুরু।”


২০০০ সালে মিস ইন্ডিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন তিনি। বিজনেস ম্যানের প্রেমে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা । আর সেই প্রেমে শিলমোহর দেবার জন্য প্রেমের মাসকেই বেঁচে নিলেন অভিনেত্রী। গত ১৫ই ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসে অভিনেত্রী দিয়া মির্জা গাঁটছড়া বাঁধতে চলেছে বিজনেস ম্যান বৈভব রেখির সাথে।


তবে খুব ধুমধাম করে নয়,বরং নিভৃতে নিজের পরিবার পরিজনের ও খুব কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে বিয়ে। রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেত্রী দিয়া মির্জা রিল লাইফে একাধিকবার বসেছেন বিয়ের পিঁড়িতে। তবে ব্যক্তিগত জীবনে এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে আর এক বিজনেস ম্যান সাহিল সংঘের সাথে বিয়ে হয়েছিল তাঁর।


তবে সে বিয়ের পরিণতি ছিল মাত্র পাঁচ বছরের। ২০১৯ সালের আগস্ট মাসে সে খবর টুইট করে নিজেই জানিয়েয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বৈবাহিক সম্পর্কের ইতি টানলেও বন্ধুত্ব এখনো অটুট দিয়া ও সাহিলের মধ্যে।অন্যদিকে, দিয়াও বৈভবের দ্বিতীয়া স্ত্রী। তার প্রথমা স্ত্রীর নাম সুনয়না। বৈভব সুনয়নার একটি মেয়েও রয়েছে।

কোন মন্তব্য নেই