কেকেআর কাপ জিতলে তাতে কফি খেতে চান শাহরুখ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেকেআর কাপ জিতলে তাতে কফি খেতে চান শাহরুখ

 

বুধবার দুপুরে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনুরাগীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বছরদু’য়েকের উপর শাহরুখ অভিনীত কোনও ছবি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। সাম্প্রতিক সময়ে তেমন বক্স অফিস সাফল্যও নেই তাঁর ঝুলিতে। তার উপর করোনা আবহে শাহরুখ যেন কিছুটা প্রচারবিমুখ। লকডাউনের মধ্যে তাঁর রেড চিলিজ প্রোডাকশন থেকে মুক্তি পেয়েছিল ‘হরর থ্রিলার’ ওয়েব সিরিজ ‘বেতাল’। তাও সেই অর্থে মন ছুঁতে পারেনি দর্শকদের।

 

তাই অনুরাগীদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে এদিন এক প্রশ্নোত্তর পর্ব ছুঁড়ে দিয়েছিলেন বাদশা। আর বাদশাকে নাগালে পেয়ে অনুরাগীরা মোটেই সুযোগের অপব্যবহার করতে চাননি। উড়ে আসে নানা ধরনের প্রশ্ন। সলমনের সঙ্গে বর্তমান সময়ে তাঁর সম্পর্কের রসায়ন থেকে শুরু করে আমির খান অভিনীত তাঁর সেরা ছবি। শাহরুখের কাছে জানতে চান অনুরাগীরা। তবে যেহেতু আইপিএল শুরু হতে বাকি আর মাত্র ৯ দিন তাই কেকেআর মালিকের কাছে আইপিএল সংক্রান্ত প্রশ্নই উল্লেখযোগ্যভাবে উড়ে আসে।


সাত বছর আগে শেষবার গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি এসেছিল পার্পল ব্রিগেডের ক্যাবিনেটে। তারপর থেকে আর ধরা দেয়নি সাফল্য। আর গত দু’টো মরশুমে তো প্লে-অফেই জায়গা করে নিতে পারেনি নাইটরা। তাই এদিনের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী কিং খান’কে প্রশ্ন করেন, ‘কেকেআর এবার কাপ আনতে পারবে?’ উত্তরে মজার ছলে স্বকীয় ঢং’য়ে শাহরুখ বলেন, ‘আমার মনে হয় পারবে। আর কাপ জিতলে আমি ওটাতে কফি খাওয়া শুরু করতে চাই।

 

উল্লেখ্য গম্ভীর জমানার পরে কেকেআর শিবিরে যে ব্যর্থতা, তা ২০২১ মরশুমে ঘোচাতে মরিয়া অধিনায়ক ইয়ন মর্গ্যান। গত সোমবার নাইট শিবিরে প্রবেশ করেছেন ইংরেজ মিডল-অর্ডার ব্যাটসম্যান। গম্ভীর পরবর্তী সময়ে ২০১৮ আইপিএল নিলামে দীনেশ কার্তিককে দলে নিয়ে তাঁকে অধিনায়ক পদে বসিয়েছিল নাইট ফ্র্যাঞ্চাইজি। প্রথম মরশুমে তৃতীয়স্থানে শেষ করলেও ২০১৯ এবং ২০২০ প্রথম চারেও শেষ করতে পারেনি দু’বারের চ্যাম্পিয়নরা। ২০২০ মরুশহরে টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্বের দায়ভার ঝেড়ে ফেলেছিলেন কার্তিক। দায়িত্ব সামলেছিলেন ইয়ন মর্গ্যান।


এবার শুরু থেকে সেই মর্গ্যানেই আস্থা শাহরুখের দলের। আগামী ১১ এপ্রিল সানরাইজার্সের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে নাইট রাইডার্স।

কোন মন্তব্য নেই