গ্রাহকরা ওপো এক্স 3 প্রো তে পাবে Cosmic Mocha color - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রাহকরা ওপো এক্স 3 প্রো তে পাবে Cosmic Mocha color

 

ওপো তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ফিচার। তারা X3 Pro স্মার্ট ফোনের জন্য চালু করতে চলেছে Cosmic Mocha color এর ব্যবস্থা। গ্রাহকরা নতুন করে এই রঙে পাবে ওপো X3 Pro স্মার্ট ফোনটি। নির্দিষ্ট কিছু বাজারের জন্য এই নতুন রঙের সংযোজন প্রকাশ করা হবে।

 

X3 series স্মার্ট ফোনগুলির জন্য একাধিক বার নানা ধরণের ফিচার নিয়ে এসেছে ওপো। এছাড়াও এই সিরিজের স্মার্ট ফোনের জন্য একাধিক রঙের বিকল্প চালু করেছিলো তারা। যা গ্রাহকদের কাছে খুব প্রাধান্য পেয়েছিলো। আর এবার এই রঙের বিভন্ন বিকল্পের সঙ্গে আরও একটি রঙের প্রচলন করতে চলেছে ওপো। নতুন করে X3 Pro স্মার্ট ফোনে যুক্ত করা হচ্ছে Cosmic Mocha color।


X3 Pro তে যুক্ত করা Cosmic Mocha color টি ফোনে একটি সোনালি স্ট্রেকচার আনতে সাহায্য করে এবং ফোনের পেছনে থাকা ক্যামেরার সঙ্গে মিশে যায়। অন্যান্য রঙের মডেলগুলির মতো এটিতেও একটি নতুন সোনার রঙের মধ্যে একটি ভেজান চামড়ার বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে। এর পাশাপাশি ওপো লোগো টি স্মার্ট ফোনের নিচের দান দিকে যুক্ত করা হয়েছে।


দুর্ভাগ্য ক্রমে ওপো X3 series এখনো বাজারে আত্মপ্রকাশ করেনি। তবে নতুন সোনালি রঙের X3 মিলবে চায়নায় এবং এশিয়ার বেশ কিছু দেশে। সংযুক্ত Cosmic Mocha color এর X3 Pro স্মার্ট ফোনের দাম রাখা হবে CNY 5,999


ওপো আত্মপ্রকাশ করেছিলো কিছু মাস আগে X2 series এর সংস্করণ হিসেবে। X3 series এ থাকছে 6.7-inch 10-bit OLED screen এর সঙ্গে হাই রেজোলেউশন এবং ১২০ হার্জ রিফ্রেস রেট। পাশাপাশি ফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য থাকবে গোরিলা গ্লাস এবং ওয়াটারপ্রুফের ব্যবস্থাও।


হুডের নিচে থাকছে Snapdragon 888 SoC সঙ্গে ৫ জি সংযোগ। এই স্মার্ট ফোন পাওয়া যাবে ১২০ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে। গ্রাহকের এর থেকেও বেশি স্টোরেজের দরকার হলে ব্যবহার করতে পারে ফোনে থাকা microSD কার্ডের। ৪,৫০০ মেগাহার্জের একটি শক্তিশালী ব্যাটারি পরিষেবা রয়েছে যা তারবিহীন চার্জিং এবং বিপরিত চার্জিং সমর্থন করে।


সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যা ক্যামেরা পরিষেবা। আর এই ক্যামারের জন্য মিলছে powerful quad-camera setup। এর মধ্যে যুক্ত করা রয়েছে 50MP primary shooter, a 5MP ultra-wide-angle lens, একটি 13MP telephoto lens, এবং একটি 3MP macro shooter এর সঙ্গে 60z magnification ব্যবস্থাও। সেলফি ক্যামেরার জন্য থাকছে 32MP সেলফি ক্যামেরা। সমস্ত ওপ্পো স্মার্টফোনের মতোই ওপ্পো X3 Pro ও Android 11এর ভিত্তিতে ColorOS চালিয়ে থাকে।

কোন মন্তব্য নেই