করোনার কারণে বাতিল ব্রিটেন সফর, জি-৭ সামিটে যোগ দেবেন না মোদী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনার কারণে বাতিল ব্রিটেন সফর, জি-৭ সামিটে যোগ দেবেন না মোদী



 


করোনার দ্বিতীয় ধাক্কায় কাবু গোটাদেশ। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। দেশের এই কঠিন পরিস্থিতিতে চলতি বছর ব্রিটেনে আয়োজিত জি-৭( G-7 Summit) বৈঠকে অতিথি দেশ হিসেবে ব্রিটেন সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মঙ্গলবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র(MEA) অরিন্দম বাগচী।


এদিন তিনি বলেন, “দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জি-৭ (G-7) সামিটে যোগ দিতে ব্রিটেন(Britain) যেতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী। ”





কোন মন্তব্য নেই