পুঁজিবাজারে লেনদেনের সময় ফের বাড়লো
পুঁজিবাজারে লেনদেনের সময় ফের বাড়িয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকিং লেনদেনের সঙ্গে সমন্বয় করে এই সময় বাড়ানো হয়েছে।
রোববার (৩০ মে) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ৩১ মে থেকে ৬ জুন ২০২১ দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা হতে শুরু হয়ে চলবে পূর্বের স্বাভাবিক নিয়মে।
এর আগে গত ২৪ মে থেকে ৩০ মে ২০২১ দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত চলে। এছাড়া লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন দেড়টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চালু ছিল।

কোন মন্তব্য নেই