তিন খাতের লেনদেনে ছন্দপতন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিন খাতের লেনদেনে ছন্দপতন



 

 

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (১২ মে) উত্থান প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে বেশিরভাগ শেয়ারদর বেড়েছে, বেড়েছে লেনদেনও। আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ৫০ কোটি টাকার বেশি। কিন্তু লেনদেন বৃদ্ধির বাজারেও ডিএসইতে আজ তিন খাতের লেনেদেনে ছন্দপতন হয়েছে। খাত ৩টি হলো- ব্যাংক, বিবিধ এবং ওষুধ ও রসায়ন খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রমতে, আজ লেনদেন বেশি কমেছে ব্যাংক খাতে। আগেরদিন মঙ্গলবার (১১ মে) এখাতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ১০০ কোটি ১০ লাখ টাকার। লেনদেন কমেছে ৫১ কোটি ১০ লাখ টাকা।


লেনদেন কমায় দ্বিতীয় খাত ছিল ওষুধ ও রসায়ন খাত।

আগের কার্যদিবস মঙ্গলবার (১১ মে) এখাতে লেনদেন হয়েছে ৯৭ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬০ লাখ টাকা। লেনদেন কমেছে ২৭ কোটি ৯০ লাখ টাকা।


লেনদেন কমার তৃতীয় স্থানে বিবিধ খাত। এখাতে আগেরদিন লেনদেন হয়েছিল ১৩৯ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ১২৩ কোটি ৭০ লাখ টাকা। লেনদেন কমেছে ১৫ কোটি ৩০ লাখ টাকা।


এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশন, মিউচ্যুয়াল ফান্ড এবং তথ্যপ্রযুক্তি খাতেও আজ লেনদেন কমেছে।



কোন মন্তব্য নেই