ব্যাংক ও বস্ত্র খাতে ঈদের সুবাতাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংক ও বস্ত্র খাতে ঈদের সুবাতাস



 


এর আগে পুঁজিবাজারে বীমা খাতের একচেটিয়া জোয়ার ছিল। গত ৫ এপ্রিল সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার পর থেকে বিমা খাতে চলছিল দ্বিতীয় জোয়ার। তবে গত সপ্তাহে ঘুমিয়ে থাকা ব্যাংক ও বস্ত্র খাতেও জোয়ার শুরু হয়। ঈদের আগের কার্যদিবসে (বুধবার) বস্ত্র ও ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মধ্যে সুবাতাস ছড়িয়ে তিন দিনের ছুটিতে গেল দেশের পুঁজিবাজার।


এদিন বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭টির। এরমধ্যে ৬টির দর বেড়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায়। ডিএসইতে আজ দর বৃদ্ধির নেতৃত্বে ছিল বস্ত্র খাতের দুই কোম্পানি-কাট্টলী টেক্সটাইল ও এমএল ডাইং।


অন্যদিকে ব্যাংক খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টির। এর মধ্যে দুটির দর বেড়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায়। ডিএসইতে আগেরদিনের মতো আজও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল রূপালী ব্যাংক ও এনআরবিসি ব্যাংক।


গত ৫ এপ্রিল লকডাউন শুরু হওয়ার পর থেকেই বীমা খাতে ব্যাপক উত্থান দেখা দেয়। তবে গত সপ্তাহ থেকে ঘুমিয়ে থাকা ব্যাংক ও বস্ত্র খাত জেগে উঠে। বীমার মতো খাত দুটিও দল বেঁধে সামনের দিকে ছুটতে শুরু করে।


গত কয়েকদিনে বস্ত্র খাতে সবগুলো কোম্পানির দরই ঊর্ধবমূখী রয়েছে। এখাতে অন্তত ১৫টি কোম্পানির শেয়ার দর গত কয়েকদিনে ৪০ শতাংশের বেশি দর বেড়েছে।


অন্যদিকে, ব্যাংক থাতে প্রায় সবগুলো কোম্পানির দরই বেড়েছে। এখাতে কয়েকটি কোম্পানির দর বেড়েছে ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।





কোন মন্তব্য নেই