যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতার হুঁশিয়ারি
গাজা নিয়ন্ত্রণকারী হামাসের রাজনৈতিক শাখার প্রধান মুসা মোহাম্মদ আবু মারজুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বৃহস্পতিবার বিকেল বা শুক্রবার রাতের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সমীকরণ একেবারে স্পষ্ট : যদি তারা যদি উত্তাপ বাড়ায়, আমরাও বাড়াব।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এত দিন যদিও যুদ্ধ অব্যাহত রাখার কথা বলে আসছিলেন, কিন্তু এখন তিনি দৃশ্যত নমনীয় হয়েছেন। তিনি আজ রাতে তার সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক ডেকেছেন।
ইসরাইল গতকালও বোমা বর্ষণ করেছে। অবশ্য উত্তাপ ছিল অনেক কম। আজ নিহত হয়েছে একজন। ফলে নিহতের সংখ্যা দাঁড়াল ২৩০ জনে। নিহতদের মধ্যে ৬৫ জন শিশু। আর ইসরাইলে নিহত হয়েছে ১২ জন।
ইসরাইল বলছে, তারা গাজার টানেলগুলো ধ্বংস করার দিকে বিশেষ নজর দিচ্ছে। তারা বলছে, এসব টানেলের সাহায্যেই হামাস তাদের অস্ত্র ও রকেট পরিচালনা করে।
খবরে বলা হয়, হামাস টানেল নির্মাণের বিশাল নেটওয়ার্ক নির্মাণের জন্য ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছে।
বর্তমানে টানেলগুলো ৯০ ফুট গভীর, ৬ ফুট উঁচু ও ৬ ফুট প্রশস্ত। এতে রান্নাঘরের পাশাপাশি থাকার ঘর, সভাকক্ষও রয়েছে।
হামাসের যোদ্ধারা এসব টানেলে কেবল অস্ত্রই লুকিয়ে রাখা ও চলাচলের কাজ করে না, সেইসাথে যোদ্ধাদের প্রশিক্ষণের কাজও এখানে করে থাকে।
সূত্র : ডেইলি মেইল ও আল জাজিরা
নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিতে যাচ্ছেন!
ইসরাইল বাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখলেও যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ স্থানীয় সময় ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) তার সিকিউরিটি ক্যাবিনেটের সভা ডেকেছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায়ই এই বৈঠকের উদ্দেশ্য বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে।
নেতানিয়াহু এখন পর্যন্ত এই সভা সম্পর্কে কিছু বলেননি। তবে বুধবার তিনি জানিয়েছিলেন, তিনি গাজাকে শান্ত না করা পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হবেন না।
অন্য দিকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস কর্মকর্তারা বুধবার সিএনএনকে বলন, তারা মনে করছেন, যুদ্ধবিরতি আসন্ন, তা ২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে।
এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এখন বলছে যে তারা গাজায় যেসব টার্গেটে আঘাত হানার পরিকল্পনা করেছিল, তা প্রায় সবই সম্পন্ন হয়েছে।
সূত্র : বিবিসি

কোন মন্তব্য নেই