নিয়্যালকোর আইপিও আবেদন শুরু আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিয়্যালকোর আইপিও আবেদন শুরু আজ


পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা দেশের প্রথম স্মলক্যাপ কোম্পানি নিয়্যালকো এলোয়েস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ রোববার (১৬ মে) শুরু হচ্ছে। আবেদন চলবে ২০ মে বিকেল ৫টা পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


নিয়্যালকো এলোয়েস লিমিটেড ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে।


কোম্পানির পক্ষ থেকে যোগ্য বিনিয়োগকারীর একটি ধারণাও দেয়া হয়েছে। তারা জানিয়েছে, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড প্রোটফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমস (সিআইএস), স্টক-ডিলারস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস, এমন বিদেশি বিনিয়োগকারী যাদের কমিশনের আওতাধীন যে কোনো সিকিউরিটিতে একাউন্ট রয়েছে, রিকোগনাইজড প্রফিডেন্ড ফান্ডস এবং আবাসিক ও অনাবাসিক বাংলাদেশি বিনিয়োগকারী যাদের তালিকাভূক্ত সিকিউরিটিতে কমপক্ষে ১০ মিলিয়ন টাকা রয়েছে। এছাড়া যেসব ব্যক্তি বিনিয়োগকারীর তালিকাভূক্ত সিকিউরিটিতে অন্তত এক কোটি টাকা রয়েছে তারা নিয়্যালকোর আইপিওতে আবেদন করতে পারবেন।


সংগ্রহ করা টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।


এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে এসএমই সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থায়নের লক্ষ্যে অনুমোদন দিয়েছে।


৩০ সেপ্টেম্বর, ২০২০ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৩ পয়সা।


কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

কোন মন্তব্য নেই