ভারতের মতো হতে চলেছে নেপালের করোনা পরিস্থিতি!
নেপালে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত একমাসে প্রায় ১২০০ পার্সেন্ট শনাক্ত বেড়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে গত এপ্রিল মাসের শুরুতে যেখানে প্রতি সপ্তাহে শনাক্ত ছিল মাত্র কয়েকশ সেখানে গত ১ সপ্তাহে শনাক্ত হয়েছে ৮০০০ ওপরে।
নেপালের ডাক্তারেরা একটি বড় ধরণে দুর্যোগের আশঙ্কা করছে কারণ প্রতিদিনই শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে এবং হাসপাতালে বেড এবং অক্সিজিনের তীব্র সংকট দেখা দিয়েছে।
নেপালে গত বৃহস্পতিবার ৯ হাজার ৭০ জন করোনা পজেটিভ রুগী শনাক্ত হয়েছে যা এক মাস আগে ছিল মাত্র ২৯৮ জন। মৃত্যুও সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। গত বুধবার ৫৮ জন এবং বৃহস্পতিবার ৫৪ জন মৃত্যবরণ করেছে যাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৫২৯ জন।
গত বৃহস্পতিবার দেশটিতে মোট শনাক্ত ৩,৬০,০০০ ছাড়িয়েছে। টেস্টার বিপরীতে পজেটিভ শনাক্ত হচ্ছে প্রায় ৪৪ শতাংশ যা খুবই আশংকাজনক।
কাঠমান বিশ্ববিদ্যালয়ের জন স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. অর্চনা শ্রেষ্ঠা বলেন নেপাল করোনার সেকেন্ড ওয়েভের শুরুরদিকে আছে।
নেপাল রেড ক্রস চেয়ারম্যান ড. নেত্র প্রাসাদ টিমসিনা বার্তা সংস্থা সিএনএন কে বলেন 'যদি আমরা করোনার এই উর্ধগতিকে রোধ করতে না পারি তাহলে বর্তমানে ভারতে যে ভয়ংকর পরিস্থিতি চলছে নেপালেও সেরকমটা হবে। '
নেপাল রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের হেমন্ত চন্দ্র ওঝা এবিসি কে বলেন করোনার লক্ষণ নিয়ে প্রচুর রোগী হাসপাতালে আসছে যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।
তিনি আরো বলেন 'আমরা হয়তো অক্সিজিনের ব্যবস্থা করতে পারবো কিন্তু ভেন্টিলেটর এবং আইসিইউ এর সংকট রয়েছে' .নেপালের হাসপাতালগুলোতে ইতোমধ্যেই তিব্র বেড সংকট দেখা দিয়েছে।
নেপালের জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি কঠোর ব্যাবস্থা গ্রহণ করা না হয়, তাহলে নেপাল ভারতের চেয়েও ভয়ংকর পরিস্থিতিতে পড়বে।
কোন মন্তব্য নেই