এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ



 


এইচপি তাদের আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এনেছে। এইচপি এর এই নতুন ল্যাপটপ টির নাম হল এইচপি স্পেক্টর এক্স ৩৬০ । এতে এই ল্যাপটপে থাকছে ৮ জিবি র‍্যাম এর পাশাপাশি থাকছে ৪১ ডব্লিউ এইস ব্যাটারি।


এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:


এইচপি ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছের উইন্ডোজ টেন জেনুইন । এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর ৭ – ৮৫৬৫ ইউ প্রসেসর ।এবং এতে গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল ইউ এইচ ডি গ্রাফিক্স ৬২০ । এতে থাকছে ১৩.৩ ইঞ্চির একটি ডায়াগোনাল ডিসপ্লে যার রেজুলেশন হলো ১৯২০*১০৮০ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে ৪ সেলের সাথে থাকছে ৪১ ডব্লিউ এইস ব্যাটারি । এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছেন অ্যাস কালার । এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড । এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে এইচপি ওয়াইড ভিশন এফ এইচডি । এখানে থাকছে ৬৫ ওয়াটের এসি পাওয়ার এডাপ্টার । ল্যাপটপের বডি ডাইমেনশন হল ৩০.৮৮*২১.৭৯*১.৪৫ সেন্টিমিটার।


এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ১৪৬০০০ টাকা।



কোন মন্তব্য নেই