ইসরাইলি হামলায় নিহত হামাসের পক্ষে কাজ করা আমেরিকান ইঞ্জিনিয়ার ও তার পিতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরাইলি হামলায় নিহত হামাসের পক্ষে কাজ করা আমেরিকান ইঞ্জিনিয়ার ও তার পিতা

 

হামাসের পক্ষে কাজ করা একজন তরুণ আমেরিকান ইঞ্জিনিয়ার এবং তার বাবা গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। এ মাসের শুরুর দিকের হামলায় তারা মারা যান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এবিসি নিউজকে এ খবর নিশ্চিত করে বলেছেন, 'আমরা গাজায় যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হওয়ার খবর সম্পর্কে অবগত। গোপনীয়তা রক্ষার জন্য আমাদের আর কোনও মন্তব্য নেই।'


জানা গেছে, ওই ইঞ্জিনিয়ারের নাম ওসামা আল জেবদা যার জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। তার বয়স ছিল মাত্র ৩৩। আর তার বাবার নাম জামাল আল জেবদা, তার বয়স হয়েছিল ৬৪ বছর।


জামাল হামাসের বেসামরিক শাখার বিভাগীয় প্রধান ছিলেন যে শাখার কাজ মূলত হামাসের রকেট প্রযুক্তির উন্নয়ন করা। তার পুত্র ওসামা অপেক্ষাকৃত জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। হামাস সূত্র জানিয়েছে, তাদের কেউই সক্রিয় যোদ্ধা ছিল না।


এবিসি নিউজ যোগাযোগ করলেও ইসরাইলি সামরিক বাহিনী তাদের নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি।

কোন মন্তব্য নেই