সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ২৮.৪১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কনফিডেন্স সিমেন্টের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার কনফিডেন্স সিমেন্টের ক্লোজিং দর ছিল ১২৬ টাকা ৩০ পয়সায়।
আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩৮ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডাচবাংলা ব্যাংকের ৯.৯৫ শতাংশ, এমআই সিমেন্টের ৯.৯২ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৩ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৮.২০ শতাংশ, প্যারামাউন্ট সিমেন্টের ৭.৩৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.১৭ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৬৭ শতাংশ, আফতাব অটোর ৬.১১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার ৫.৮২ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই