পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত এবি ব্যাংকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত এবি ব্যাংকের



 


৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, এডিশোনাল টিয়ার -১ মূলধন বৃদ্ধি করতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে ব্যাংকটি।


ব্যাংকটি রেগুরেলটরি অর্থরিটির অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে বন্ড ইস্যু করতে পারবে।



কোন মন্তব্য নেই