শেয়ার দর কমার শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ার দর কমার শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৩১ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ২০৩টির বা ৫৬.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, রবিবার ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১২.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ৯.৩৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৩১ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.৭২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬.২৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.১৬ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫.০১ শতাংশ কমেছে।

কোন মন্তব্য নেই