‘মাউথওয়াশ’ অর্ডার করে পেলেন ‘স্মার্টফোন’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘মাউথওয়াশ’ অর্ডার করে পেলেন ‘স্মার্টফোন’

ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তি আমাজনে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। কিন্তু তাঁকে দেওয়া হয় স্মার্টফোন। শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 


‘মাউথওয়াশ’ অর্ডার করে ‘স্মার্টফোন’ পাওয়া ব্যক্তির নাম লোকেশ দাগা। তিনি মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল লাগেজ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা।


লোকেশ জানান, যে প্যাকেটটি এসেছে, তার ওপরে তাঁর নাম লেখা রয়েছে। কিন্তু প্যাকেটের ভেতরে থাকা জিনিস তাঁর নয়। তিনি আমাজন ইন্ডিয়াতে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। তার বদলে তাঁকে দেওয়া হয়েছে স্মার্টফোন।


লোকেশ বলেন, আমাজন ভুল করে তাঁকে ‘রেডমি নোট ১০’ দিয়েছে। প্রকৃত মালিকের কাছে স্মার্টফোনটি দিতে তিনি ই–মেইল করে বিষয়টি আমাজনকে জানিয়েছেন।


তবে কোম্পানির রিটার্ন পলিসির কারণে পণ্যটি ফেরত দিতে পারেননি লোকেশ। কারণ, ‘মাউথওয়াশ’ ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য ফেরত নেয় না আমাজন।


লোকেশ এ নিয়ে টুইট করেছেন। তাঁর টুইট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লোকেশের টুইটের প্রতিক্রিয়ায় অন্যরা মজার মজার সব মন্তব্য করেছেন। 


একজন লিখেছেন, তাঁর ফোন দরকার। তাই তাঁকে এই ফোন দিয়ে দেওয়া হোক। বিনিময়ে তিনি দুটি মাউথওয়াশ দেবেন।


আরেকজন লিখেছেন, যিনি স্মার্টফোন অর্ডার করেছেন, তাঁর কী অবস্থা? সম্ভবত তিনি মাউথওয়াশ পেয়েছেন।

 

কোন মন্তব্য নেই