রুটি কিনতে যাওয়া শিশুর সাইকেলে ফি’লিস্তিনি পতাকা, গাড়িচাপা দিলো ই’সরায়েলি পুলিশ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমের সিলওয়ান মহল্লায় সাইকেলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় ১২ বছর বয়সী এক কিশোরকে গাড়িচাপা দিয়েছে বর্বর ইসরায়েলি পুলিশ।
সোমবার (৩১ মে) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। জাওয়াদ আল-আব্বাসি নামের ওই কিশোর বলে, আমি সাইকেলে করে রুটি আনতে যাচ্ছিলাম। এ সময় সাইকেলে (ফিলিস্তিনি) পতাকা থাকায় তিন ইসরায়েলি পুলিশ আমাকে ধাওয়া করে।
কিশোর জাওয়াদ জানায়, ইসরায়েলি পুলিশের গাড়ি তার সাইকেলে ধাক্কা দেয়ায় সে মাথা, ঘাড় ও পায়ে আঘাত পেয়েছে। এমনকি পুলিশ তার দিকে বন্দুক তাক করে এবং তাকে মারধরও করে।
সে বলে, তারা আমাকে গুলি করবে বা গ্রেফতার করবে ভেবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
জাওয়াদের চাচাতো ভাই ইসা আল-আব্বাসি জেরুজালেমভিত্তিক ওয়াদি হিলওয়া ইনফরমেশন সেন্টারকে জানান, ঘরে থাকতেই তিনি তার চাচাতো ভাইয়ের খবর শুনতে পান। খবর শোনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, পুলিশ তার ভাইকে ঘিরে রেখেছে।
ইসা বলেন, আমরা অ্যাম্বুলেন্স ডেকেছিলাম কিন্তু পুলিশ তাকে গ্রেফতারে জোর করছিল। পরে পুলিশের কাছ থেকে কৌশলে জাওয়াদকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানান ইসা।
তবে এই ঘটনায় ইসরাইলি পুলিশের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই