লেনদেন অগ্রগতির নৈপথে তিন খাতের শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লেনদেন অগ্রগতির নৈপথে তিন খাতের শেয়ার

 

সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (০১ জুন) পুঁজিবাজারের লেনদেনে উত্থান হয়েছে। আগেরদিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১৭৩৬ কোটি ৩৩ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ১৯০৩ কোটি টাকা ৫২ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ১৯ লাখ টাকা। আজ তিন খাতের উপর ভর করে ডিএসইর লেনদেনে অগ্রগতি হয়েছে। খাত তিনটি হলো-বিমা, আর্থিক ও বস্ত্র খাত।


তবে খাত তিনটির লেনদেন বাড়লেও দরে উল্লম্ফন হয়েছে কেবল বীমা ও বস্ত্র খাতে। বীমা খাতে ৫০টি কোম্পানির মধ্যে আজ ৪৬টি দরেই বড় উল্লম্ফন হয়েছে। বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির মধ্যে ২৯টি কোম্পানির দর বেড়েছে। তবে আর্থিক খাতের লেনদেন বাড়লেও শেয়ার দরে ছিল বড় পতন। এখাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে ১৬টির শেয়ার দরই কমেছে।


বীমা খাত : বীমা খাতে আজ লেনদেন হয়েছে ২৬২ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবস ১৯৪ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছিল। আজ লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৬০ লাখ টাকা।


আর্থিক খাত : আর্থিক খাতে আজ লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫২ কোটি ১০ লাখ টাকা। আর লেনদেন বেড়েছে ১৭ কোটি ৬০ লাখ টাকার বেশি।


বস্ত্র খাত : বস্ত্র খাতে আজ লেনদেন হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪ কোটি ২০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ১০ লাখ টাকার বেশি।


কোন মন্তব্য নেই