জনতার তাড়া খেয়ে ট্রলার নিয়ে পালালেন সাংসদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জনতার তাড়া খেয়ে ট্রলার নিয়ে পালালেন সাংসদ

 

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার তাড়া খেয়েছেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। তাড়া খেয়ে তাকে ট্রলার নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে হয়েছে। মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াসের পর বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। নিয়মিত জোয়ারভাটা আসা-যাওয়ার কারণে ওই বাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি। তাই স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করছিলেন এলাকার কয়েকশ মানুষ।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান।


এ সময় বাঁধের কাজ করা উত্তেজিত জনতা সংসদ সদস্যকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাঁদা ছুড়ে মারতে থাকেন ট্রলারের দিকে। বাধ্য হয়ে সেখান থেকে ট্রলার নিয়ে চলে যান আক্তারুজ্জামান। পরে অবশ্য তিনি ফিরে আসেন।


এ বিষয়ে মো. আক্তারুজ্জামান এমপি গণমাধ্যমকে বলেছেন, ‘তাদের ওই দাবি যৌক্তিক। বারবার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এ কারণে এলাকার এমপির ওপর তাদের ক্ষোভও বেশি।’


পরে ওই এলাকায় নেমে সাধারণ মানুষের সঙ্গে বাঁধের কাজও করেছেন বলে জানান তিনি।

তবে তাকে বহনকারী ট্রলারে কাঁদা ছুড়ে মারা হয়নি বলে দাবি করেছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান।

কোন মন্তব্য নেই