সক্ষমতার চেয়ে কম উৎপাদনে সোনারগাঁও টেক্সটাইল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সক্ষমতার চেয়ে কম উৎপাদনে সোনারগাঁও টেক্সটাইল

 

করোনাকালে এক বছর বন্ধ থাকার পরে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের উৎপাদন ৩০ মে থেকে পুনরায় শুরু হয়েছে। সুতা উৎপাদনকারী কোম্পানিটির কারখানার ৩ নম্বর ইউনিটের উৎপাদন মোট সক্ষমতার প্রায় ২০ শতাংশ শুরু হয়েছে।


নানা সমস্যা কাটিয়ে এখনো সক্ষমতার পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এক বছর বন্ধ থাকার পরে বিভিন্ন যন্ত্রাংশে মরিচা পড়ায় দ্রুত উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তবে ধীরে-ধীরে উৎপাদন বাড়বে এবং সক্ষমতার প্রায় ২০ শতাংশ উৎপাদন শুরু হয়েছে বলে জানান কোম্পানি সেক্রেটারি মনির হোসেন।


তিনি বলেন, তিন নম্বর ইউনিটের কাজ চলছে। ট্রান্সফরমার মেইনটেইন্যান্সসহ অন্যান্য কাজ শেষ হয়েছে।


খান সন্স গ্রুপের স্পিনিং মিলসটির ইতোমধ্যে মেইনটেইন্যান্সসহ সব কাজ শেষ হয়েছে বলে জানান কোম্পানির ঊর্ধতন এক কর্মকর্তা। তিনি বৃহস্পতিবার দুপুরে বলেন, ভারত থেকে আমাদানী করা বেশিরভাগ কাঁচামালে উৎপাদিত পণ্য দেশিয় বাজারে বিক্রি করা হয়। বিক্রি করা পণ্যের মুনাফায় কোম্পানির দীর্ঘ দিনের পুঞ্জিভূত লোকসান দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান তিনি।

এছাড়া কোম্পানির সুদ-আসল মিলে প্রায় তিনশ কোটি টাকা ঋণ রয়েছে। প্রথম থেকেই বিদ্যুৎভিত্তিক উৎপাদন ব্যবস্থা হওয়ায় সোনারগাঁও টেক্সটাইল বেশি লাভের মুখ দেখতে পারেনি। তাছাড়া সরকারের কাছ থেকে কেনা অনেক পুরাতন মিল হওয়ায় এর ব্যবস্থাপনা ব্যয়ও অনেক।


যে কারণে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে দীর্ঘ সময়ের প্রক্রিয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়।




দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩৩ পয়সা।


২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ২৬ পয়সা।


খান সন্স গ্রুপের স্পিনিং মিলস রয়েছে ৩টি। সোনারগাঁও টেক্সটাইল, মাদারীপুর টেক্সটাইল এবং খান সন্স টেক্সটাইল। এরমধ্যে সোনারগাঁও, মাদারীপুর টেক্সটাইলস দুটোই বিদ্যুৎভিত্তিক পরিচালিত। খান সন্স অটোমোবাইলস নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সকালে কোম্পানিটির শেয়ারপ্রতি দর ১৮.৪০ টাকায় শুরু হয় এবং দুপুর ১টায় তা ১.১০ শতাংশ কমে দাঁড়ায় ১৮ টাকায়। উৎপাদনে ফেরার খবরে কোম্পানির শেয়ারপ্রতি দর ১৭ টাকা থেকে ২০ টাকায় ওঠে এবং গত বুধবার তা ১৮.২০ টাকায় স্থির ছিল।

কোন মন্তব্য নেই