গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন সাবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন সাবি

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে 'সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের' বিপক্ষে রোববার মাঠে নামে বসুন্ধরা কিংসের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। ম্যাচে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন বসুন্ধরা কিংসের তারকা সাবিনা খাতুন। বাংলাদেশি প্রথম নারী ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে একশ' গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।


এই ম্যাচে মাঠে নামার আগে লিগে তার গোলসংখ্যা ছিল ৯৮। ম্যাচের শুরুতেই দুটি গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের গোল সংখ্যা একশ'তে নিয়ে যান সাবিনা। অবশ্য দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পান তিনি। হ্যাটট্রিক করে নিজের রেকর্ড ১০১ গোলে নিয়ে যান তিনি।


২০১১ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২৫ গোল করেন সাবিনা। এরপর ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে করেন ২৮ গোল। ধারাবাহিকতা বজায় রেখে প্রিমিয়ার লিগের গেল আসরে বসুন্ধরা কিংসের হয়ে করেন ৩৫টি গোল। চলতি লিগে ১৩ গোল করে গোলের সেঞ্চুরি করলেন এই নারী তারকা ফুটবলার। 


দুর্দান্ত এই মাইলফলক স্পর্শ করে সাবিনা বলেন, 'শুরুর দিকে অনেক চ্যালেঞ্জ ছিল। ২০১০ সালে কক্সবাজারে যখন নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়, তখন সেরা ফুটবলার হই। তখনই সিদ্ধান্ত নেই দেশের নারী ফুটবলের সঙ্গে থাকব এবং কিছু একটা করব।'


জাতীয় দলের কোচ গোলাম রাব্বানি ছোটন বলেন, 'সাবিনা বরাবরই আকর্ষণীয় ফুটবলার। সে খুবই পরিশ্রমী ও খেলার ব্যাপারে ত্যাগী। একশ' গোলের কীর্তি অনেক বড় অর্জন। আশা করছি সাবিনা দেশের ফুটবলকে আরও এগিয়ে নেবে এবং নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করবে।'

কোন মন্তব্য নেই