মেগা প্রকল্পে গণলুট চলছে: মির্জা ফখরুল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেগা প্রকল্পে গণলুট চলছে: মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে। তারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট। এভাবে মেগা প্রজেক্টটাকে তারা টাকা বানানোর প্রজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছে। মেগা প্রজেক্টে এখন গণলুট চলছে।


রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


অনুন্নয়নখাতে অর্থ বরাদ্ধের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাস্থ্যখাতে করুণ অবস্থা। এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই এবং টিকার নিশ্চিয়তা হবেও না। যারা স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত-এরা সবাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। এতো বড় দুর্নীতি করছে যে দুর্নীতির মাধ্যমে মানুষের যে জীবন সেটাকে তারা মূল্যহীন করে ফেলেছে।


তিনি বলেন, দেশে মানুষের নিরাপত্তা নেই। এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। খবরের কাগজ খুললেই ভয়াবহ সব খুন, ভয়াবহ সব হত্যার ঘটনা। আজকে দেশের মধ্যে গণতন্ত্র নেই। আজকে অবস্থাটা এমন একটা পর্যায় চলে গেছে যে সেই পর্যায় থেকে ফিরিয়ে আনার একমাত্র দায়িত্ব বিএনপিরই।


মির্জা ফখরুল বলেন, ভয়াবহ অন্ধকার চারদিকে। বাইরে কিছু দেখতে পাই না। এর মধ্যে জিয়াউর রহমান খুব প্রাসঙ্গিক। জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারলে আমরা তার পথ দেখতে পাবো। 


স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একদলীয় শাসনের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান, স্বৈরশাসনের গোরস্তানের ওপর সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেছেন খালেদা জিয়া। আরেকবার আজকে গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র উপহার দেবে সেই বিএনপি ও খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।


জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএসএমএমইউ‘র অধ্যাপক সাইফুল ইসলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে গোলাম হাফিজ কেনেডী, জামাল উদ্দিন রুনু প্রমুখ বক্তব্য রাখেন। 

কোন মন্তব্য নেই