রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে ও দুই জন উপসর্গ নিয়ে মারা যায়। এদের মধ্যে রাজশাহীর তিন জন ও চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নাটোরের দুইজন ও মেহেরপুরের এক জন রয়েছে।
সোমবার (১৪ জুন) হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন ভর্তি ৪৪ জনসহ ৩০৭ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাজশাহীর ১৫৭, চাঁপাইনবাবগঞ্জের ৯২, নাটোরের ১৫, নওগাঁর ৩২, পাবনার ১০ ও কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে আছেন।
গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের দু'টি ল্যাবে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নগরীতে ভ্রাম্যমাণ ৯২৮ জনের করোনার র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় আরও ১০৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে আজ রাজশাহীতে ঘোষিত লকডাউনের চতুর্থ দিন চলছে।

কোন মন্তব্য নেই