২৮ স্ত্রী, ১৩৫ সন্তান, ১২৬ নাতি-নাতনিকে সাক্ষী রেখে ৩৭তম বিয়ে! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৮ স্ত্রী, ১৩৫ সন্তান, ১২৬ নাতি-নাতনিকে সাক্ষী রেখে ৩৭তম বিয়ে!

 

রাজা-বাদশাহদের বহু বিয়ের গল্প শোনা যায় বা ইতিহাসেও পড়া যায়। তবে একবিংশ শতাব্দীতেও যদি কারও ৩৭ বিয়ের কথা শোনা যায়, তাহলে কেমন লাগবে? হয়তো তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে এমনটাই করেছেন এক ব্যক্তি। খবর আনন্দবাজারের।


৩৭ বার বিয়ে করেছেন ওই ব্যক্তি। তাও আবার পুরো পরিবারকে সাক্ষী রেখে। পরিবার বলতে ২৮ জন স্ত্রী, ১৩৫ জন ছেলে-মেয়ে ও ১২৬ জন নাতি-নাতনি!



অতীতে এই ব্যক্তি আরও ৩৬ বার বিয়ে করেছেন। সেই কারণে তার সন্তান এবং নাতি-নাতনির সংখ্যাও অনেক। বর্তমানে তার স্ত্রীদের মধ্যে ২৮ জন বেঁচে আছেন। তারা ওই ব্যক্তির সঙ্গেই থাকেন।


ওই ব্যক্তির বিয়ের ভিডিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে পরিবারের সদস্যদের আনন্দ করতে দেখা যায়। বিয়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভারতীয় এক সরকারি কর্মকর্তা লিখেন, সাহসী মানুষ…২৮ জন স্ত্রী, ১৩৫ জন সন্তান এবং ১২৬ জন নাতি-নাতনির সামনে ৩৭তম বিয়ে করছেন।

কোন মন্তব্য নেই