দেড় লাখ টাকার পণ্য ৭৫ হাজার টাকায় দেয় কীভাবে: মন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেড় লাখ টাকার পণ্য ৭৫ হাজার টাকায় দেয় কীভাবে: মন্ত্রী

 

অনলাইন মার্কেটপ্লেসে অর্ধেক দামে পণ্য বিক্রি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


তিনি বলেছেন, “আমরা লক্ষ্য করেছি যে, একটা ফ্রিজের দাম দেড় লাখ টাকা, কিন্তু অফার দেওয়া হচ্ছে ৮০ হাজার কিংবা ৭৫ হাজার টাকায় দেব। এটা কীভাবে সম্ভব? এমন অফার কেন?”


আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল বুধবার সচিবালয়ে কমিটির এক সভাশেষে সাংবাদিকদের একথা বলেন।


তিনি বলেন, “হয়ত ১০ থেকে ২০ জনকে দেয়ও। ৫০০ মানুষ আবেদন করবে, তাদের বলবে অমুক দিন দেব। আমরা আশঙ্কা করছি হয়ত সে (অফারদাতা) গা ঢাকা দেবে। যেটা 'যুবক' করেছে। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন, এটা নিয়ে আলোচনা হয়েছে।”


অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে যারা পণ্য বিক্রি করছে, তাদের নাম-ঠিকানা ও বিস্তারিত পরিচয় রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


“এটা আইন দিয়ে নিয়ন্ত্রণের জন্য আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি। একই সাথে পুলিশ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমন অস্বাভাবিক কথা যারা বলে তারা কারা? তাদের সুনির্দিষ্ট ডেটা রাখা, তারা যাতে টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে না পারে।”


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়েছে।


“রোহিঙ্গারা দেশের অনেক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা পুলিশ ও জনপ্রতিনিধিদের যৌথভাবে দায়িত্ব দিয়েছি। কাউকে পাওয়া গেলে তাকে ধরে ভাসানচরে পাঠিয়ে দেওয়া হবে।”


কোরবানির চামড়া যাতে পাচার না হয়, সেজন্য সীমান্তে নজরদারি বাড়াতেও বলেছেন মন্ত্রিসভা কমিটি।

কোন মন্তব্য নেই