আয়কর সুবিধা পেয়েও পেল না দুই মোবাইল কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে অতিরিক্ত ১০ শতাংশ আয়কর সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে।
বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানির করপোরেট করের হার ৪০ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন মোবাইল ফোন কোম্পানির জন্য করপোরেট করের হার ৪৫ শতাংশ।
প্রস্তাবিত বাজেটের অর্থবিলে এ বিষয়ে স্পষ্ট করে আরও বলা হয়েছে, তবে শর্ত থাকে যে যদি এরূপ কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, তাহলে সেই কোম্পানি আয়করের ওপর ১০ শতাংশ হারে আয়কর রেয়াত সুবিধা পাবে।
বর্তমানে পুঁজিবাজারে দুটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানি দুটি হলো- গ্রামীণফোন ও রবি আজিয়াটা।
এর মধ্যে গ্রামীণফোনের ১০ শতাংশ এবং রবির ৯.৯৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।
অন্যদিকে, বাংলালিংক ও সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক পুঁজিবাজারের বাইরে রয়েছে।

কোন মন্তব্য নেই