রাজশাহীতে সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়লো ২৪ জুন পর্যন্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়লো ২৪ জুন পর্যন্ত



 

মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে (২৪ জুন মধ্যরাত পর্যন্ত) জেলা প্রশাসন। বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টা থেকে ৯ টা পর্যন্ত  রাজশাহী সার্কিট হাউজে রাসিক মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সার্কিট হাউজের সামনে ব্রিফিং করে নতুন এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান মেয়র লিটন।


রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ জুন থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। ১৭ জুন রাত ১২টায় এর মেয়দ শেষ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনা করে একদিন আগেই আরও ৮ দিনের সর্বাত্মক এ লকডাউন ঘোষণা করা হয়।


সাংবাদিকদের সামনে ব্রিফকালে মেয়র লিটন বলেন, গত ছয়দিন রাজশাহীতে করোনা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। সংক্রমণ উঠানামা করলেও মৃত্যু হার একই থেকে গেছে। ফলে সর্বাত্মক লকডাউন ১৭ তারিখের পর আরও সাতদিন বাড়নো হয়েছে।



যা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।


এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘এই লকডাউনে বৃহস্পতিবার থেকেই রাজশাহী সিটিকে জেলা থেকে একেবারে বিচ্ছিন্ন করা হবে। জেলা থেকে মহানগরীর অভ্যন্তরের প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেয়া হবে। যাতে করে মহানগরী থেকে কেউ এর বাইরে কিংবা জেলা থেকে কেউ মহানগরীতে প্রবেশ করতে না পারে। জরুরি সেবা ব্যতিত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।’


সাংবাদিকদের ব্রিফকালে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই