২০ মিনিটে সূচকে ৪০ পয়েন্ট যোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০ মিনিটে সূচকে ৪০ পয়েন্ট যোগ

 

সোমবার কিছুটা মূল্য সংশোধনের পর মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।


প্রথম ২০ মিনিটের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়েছে। এতে আবারও ৬ হাজার পয়েন্টের মাইলফলকে পৌঁছেছে সূচকটি।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে।


প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেনের শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্টে বেড়ে যায়। সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে। সেই দাম বাড়ার তালিকা বড় হয়েছে।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ২৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৮ পয়েন্ট।


এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২০৯ কোটি ৬ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১২০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

কোন মন্তব্য নেই