রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ
দেশে সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে। সোমবার (০৫ জুলাই) কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ। পঞ্চম দিনেও রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চেকপোস্ট বসিয়ে নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করছে। করা হচ্ছে জরিমানাও।
সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে প্রতিটি প্রতিটি মোড়ে পুলিশের মুখোমুখি হতে হচ্ছে। র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বেড়েছে কিছুটা।
সরেজমিনে দেখা যায়, অফিসগামী অনেকেই গন্তব্যে যাচ্ছেন রিকশায়। প্রতিষ্ঠানের গাড়িতে যাচ্ছেন কেউ কেউ। চলছে মোটরসাইকেল ও অতি জরুরি পণ্যের গাড়ি। শাহবাগ, ফার্মগেট ও মগবাজার এলাকা ঘুরে আগের দিনের চেয়ে সড়কে বেশি মানুষের উপস্থিতি দেখা গেছে। সপ্তাহে ব্যাংক খোলার প্রথমদিন ব্যাংকেও কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
করোনার সংক্রমণ পরিস্থিতিতে গত বছর থেকে চলতি বছর কয়েক দফা লকডাউন ঘোষণা করেছে সরকার। সম্প্রতি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করা হয়। সর্বশেষ ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর চলবে ৭ জুলাই পর্যন্ত।
অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জনকে এবং চতুর্থ দিনে ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের ১১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই