ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা


বেইজিংয়ের সঙ্গে পশ্চিমা বিরোধের ফাঁদে পড়ে চীনে কোণঠাসা হয়ে পড়েছে এরিকসন। গতকাল এ সুইডিশ ফাইভজি সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানটি জানায়, তারা চীনের বিশাল বাজারে প্রত্যাশিত ফাইভজি কনট্র্যাক্ট পাচ্ছে না। এ খবরের জেরে টেলিকম জায়ান্টটির শেয়ারদর ৮ শতাংশ কমেছে।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এরিকসন আগে থেকেই সুইডেন সরকারকে বলে আসছিল, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে নিষিদ্ধ করা হলে তারাও বিপাকে পড়বে। দ্বিতীয় প্রান্তিকে এরিকসনের বিক্রিতে তার প্রতিফলন ঘটেছে। সাম্প্রতিক উপাত্তে দেখা গেছে, এপ্রিল-জুন প্রান্তিকে এরিকসনের বিক্রি কমেছে ২৫০ কোটি সুইডিশ ক্রাউন বা ২৯ কোটি ডলার। গত তিন বছরের মধ্যে প্রথম আয় কমল সুইডিশ প্রযুক্তি জায়ান্টটির। চীনের বাজারে ধাক্কায় এরিকসনের ডিজিটাল সেবা খাতও ধুঁকছে। এ খাতে বিক্রি, মুনাফা ও পরিচালন মুনাফা উভয়ই ধাক্কা খেয়েছে।


চীন যেখানে ফাইভজি বাজার সম্প্রসারণে পুরোদমে এগিয়ে যাচ্ছে, সেখানে বিশ্বের বৃহত্তম এ বাজারটি থেকে এরিকসনের মোট আয়ের মাত্র ১০ শতাংশ আসছে। এরিকসনের এ চিত্রের বিপরীতে অবশ্য কিছুটা আশাবাদ দেখছে ইউরোপীয় অন্য প্রযুক্তি জায়ান্ট নকিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে হুয়াওয়ে কোণঠাসা থাকায় নকিয়া বেশ কয়েকটি চুক্তি এগিয়ে নিয়েছে। এতে ফিনিশ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

কোন মন্তব্য নেই