সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩১.৬৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মুন্নু ফেব্রিক্সের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার মুন্নু ফেব্রিক্সের ক্লোজিং দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮০ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৬.৫০ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৬.৩১ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.১১ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৫.৪৮ শতাংশ, ইউনিক হোটেলের ৫.৪১ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.০৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৪.৮৯ শতাংশ, কর্ণফুলি ইন্সুরেন্সের ৪.৮৪ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৭০ শতাংশ দর কমেছে।
কোন মন্তব্য নেই