শ্যামপুর ও জিল বাংলা সুগারের লোকসান বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্যামপুর ও জিল বাংলা সুগারের লোকসান বেড়েছে



 

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানি দুটির শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শ্যামপুর সুগারের লোকসান বেড়েছে ৮ শতাংশ ও জিল বাংলা সুগারের লোকসান ১১ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


তথ্যমতে, ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শ্যামপুর সুগারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ টাকা ৪৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৬ টাকা ৩৪ পয়সা। সে হিসাবে তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা ১৪ পয়সা বা ৮ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে ২০২০-২১ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৭ টাকা ৭০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭২ টাকা ৩৮ পয়সা। সে হিসাবে নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৩২ পয়সা বা ৭ দশমিক ৩৫ শতাংশ। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দায় দাঁড়িয়েছে ১ হাজার ৬৭ টাকা ৭ পয়সা।


৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশের সুপারিশ করেনি শ্যামপুর সুগারের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২১ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২৬ কোটি ২৯ লাখ টাকা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৮৯ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮৬৭ টাকা ৯৭ পয়সা।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শ্যামপুর সুগারের সর্বশেষ দর ছিল ৬৮ টাকা। সমাপনী দর ছিল ৬৭ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৫ টাকা থেকে ৮৭ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

অন্যদিকে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ২৭ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৯ টাকা ২২ পয়সা। সে হিসাবে তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ১১ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে ২০২০-২১ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৭ টাকা ৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৪ টাকা ৭৩ পয়সা। সে হিসাবে নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা ৩৫ পয়সা বা ৫ দশমিক ২৫ শতাংশ। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দায় দাঁড়িয়েছে ৭৪৮ টাকা ৫৩ পয়সা।


৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশের সুপারিশ করেনি জিল বাংলা সুগারের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০৩ কোটি ৯০ লাখ টাকা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭০১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০৮ টাকা।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল জিল বাংলা সুগারের সর্বশেষ দর ছিল ১৪৫ টাকা ৫০ পয়সা। সমাপনী দর ছিল ১৪৪ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩৭ টাকা থেকে ২২৪ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।



কোন মন্তব্য নেই