পরস্পরের প্লাটফর্ম উন্মুক্ত করতে আলিবাবা ও টেনসেন্টকে নির্দেশ
দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বিজনেস হেরাল্ডের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে অন্যান্য প্রতিষ্ঠানের লিংক ব্যবহারে বাধা দিয়ে আসছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, চীনের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। ফলে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা চালুর উদ্দেশ্যে শিগগিরই সব প্রতিষ্ঠানের প্লাটফর্ম উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানগুলো যদি এ নির্দেশ অমান্য করে, তাহলে চীন সরকার তাদের বিরুদ্ধে অন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চীনে প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনোদন মাধ্যম ও গেমিং প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে চীন সরকার। এর অংশ হিসেবে নতুন এ পদক্ষেপ গ্রহণ করল প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যমটির তথ্যানুযায়ী, আলিবাবা, টেনসেন্ট, বাইটডান্স, বাইদু, হুয়াওয়ে টেকনোলজিস ও শাওমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান চীন সরকারের সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করে। তবে এ সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিষ্ঠানই তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
চীনের সামগ্রিক ইন্টারনেট সেবায় বিশ্বের বেশকিছু প্রযুক্তি জায়ান্টের আধিপত্য রয়েছে। প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তাদের ওয়েবসাইটে অন্য প্রতিদ্বন্দ্বীদের লিংক বন্ধ করে আসছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা এ পরিস্থিতিকে ওয়ালড গার্ডেন নামে আখ্যা দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার পাশাপাশি গ্রাহকদের পছন্দে হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
গত জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আলিবাবা ও টেনসেন্ট ধীরে ধীরে তাদের মধ্যে সেবা আদান-প্রদানের বিষয়ে এগোচ্ছে। এর অংশ হিসেবে আলিবাবার টাওবাও এবং ই-কমার্স মার্কেট প্লেস টিমলে টেনসেন্টের উইচ্যাট চালু করার কথা রয়েছে।
এর আগে তরুণ প্রজন্মকে গেমিং আসক্তি থেকে দূরে রাখতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নতুন অনলাইন গেমের অনুমোদন স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন সরকার। সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ও নেটইজ ইনকরপোরেটেডসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চীনা কর্তৃপক্ষের মধ্যকার এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে কবে নাগাদ এ নিষেধাজ্ঞা শিথিল হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
অন্যদিকে শিশুদের জন্য অনলাইন গেমিং প্লাটফর্মগুলোতে সময় কাটানোর সময় নির্ধারিত করে দিয়েছে চীন প্রশাসন। নির্দেশিত নীতিমালা অনুযায়ী সপ্তাহে ৩ ঘণ্টার বেশি অনলাইন গেমিং প্লাটফর্মগুলোতে শিশুদের অবস্থান নিষিদ্ধ করেছে দেশটি।
চীনা কর্তৃপক্ষ জানায়, ১ সেপ্টেম্বর থেকে চীনা শিশুরা শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিনগুলোতে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গেমিং প্লাটফর্মগুলোতে সময় অতিবাহিত করতে পারবে।
প্রশাসনের এ নিষেধাজ্ঞা শিশুদের জন্য বছরের অধিকাংশ সপ্তাহেই ৩ ঘণ্টার বেশি গেমিং প্লাটফর্মে সময় কাটানোর ওপর বিধিনিষেধ আরোপ করে। ২০১৯ সালে গেমিং-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী শিশুরা প্রতিদিন দেড় ঘণ্টা ও সরকারি ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা পর্যন্ত গেমিং প্লাটফর্মগুলোতে সময় অতিবাহিত করতে পারত।
কোন মন্তব্য নেই