১৮ ডিসেম্বর যাত্রা করবে নাসার ওয়েব স্পেস টেলিস্কোপ
আগামী ১৮ ডিসেম্বর মহাকাশের উদ্দেশে যাত্রা করবে নাসার দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এর মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। খবর নিউজ লজিক।
১ হাজার কোটি ডলার ব্যয়ে নাসা, দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি সম্মিলিতভাবে এ ওয়েব স্পেস টেলিস্কোপ নির্মাণ করেছে। ফ্রান্সের গিয়ানা স্পেসপোর্ট থেকে আরিয়ান ৫ রকেটের মাধ্যমে এটি যাত্রা করবে বলে জানা গেছে। বর্তমানে এটি ক্যালিফোর্নিয়ার রেডন্ডো সৈকতে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রুম্যানের তত্ত্বাবধানে রয়েছে। শিগগিরই এটিকে উেক্ষপণ কেন্দ্রে পাঠানো হবে বলে জানা গেছে। গবেষকরা এ স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ১ হাজার ৩৫০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া নক্ষত্র ও ছায়াপথের অস্তিত্ব সন্ধান করতে চান। এ টেলিস্কোপের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ইনফ্রারেড রশ্মির সন্ধান লাভ।
কোন মন্তব্য নেই