অফিসে ফেরা অনির্দিষ্টকালের জন্য পেছাল মাইক্রোসফট
প্রধান কার্যালয়সহ যুক্তরাষ্ট্রের সব অফিসে কর্মীদের ফেরার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য পেছাল মাইক্রোসফট। ৪ অক্টোবর অফিস চালুর কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল সফটওয়্যার ও হার্ডওয়্যার জায়ান্টটি। খবর সিএনবিসি।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্পেটারো লেখেন, বর্তমান কভিড-১৯ পরিস্থিতির অনিশ্চয়তা মাথায় রেখে আমরা অফিস চালুর নতুন তারিখ ঘোষণা থেকে বিরত থাকছি। স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আমরা নিরাপদভাবে অফিস চালু করব।
শুরুতে সেপ্টেম্বরে অফিস চালুর কথা বললেও আগস্টে মাইক্রোসফট জানিয়েছিল, তারা ৪ অক্টোবর অফিস খুলবে। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ এবং নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধিতে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আছে বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত কোম্পানিটি।
মাইক্রোসফটের ফুলটাইম কর্মীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার, যার মধ্যে ১ লাখ ৩ হাজার যুক্তরাষ্ট্রে কাজ করছেন। গত মাসে এক ঘোষণায় মাইক্রোসফট তাদের সব কর্মীর জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে। অফিস চালু হলে মাসব্যাপী অন্তর্বর্তীকালীন পর্ব চালু রাখবে মাইক্রোসফট।
কোন মন্তব্য নেই