৮৮৭ কোটি ডলার বিনিয়োগ এসএমআইসির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৮৮৭ কোটি ডলার বিনিয়োগ এসএমআইসির


সাংহাইয়ে নতুন একটি চিপ কারখানা নির্মাণে ৮৮৭ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে চীনভিত্তিক কোম্পানিটি। বৈশ্বিক চিপ স্বল্পতার মধ্যে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতে চীনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে এসএমআইসি। খবর রয়টার্স।


টিএসএমসি ও গ্লোবালফাউন্ড্রিজের মতো চিপ নির্মাতা জায়ান্টদের সরবরাহ সংকটে গত বছর থেকেই ধুঁকছে বিভিন্ন শিল্প খাত। গাড়ি নির্মাণ শিল্প থেকে শুরু করে পিসি, স্মার্টফোন, ভিডিও গেমস ও ইলেকট্রনিকস খাতে এর প্রভাব পড়েছে। অনেক কোম্পানি তাদের প্রত্যাশিত পণ্যের উন্মোচন পিছিয়ে দিয়েছে। এছাড়া গ্রাহকদের চাহিদামতো পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছে গাড়ি কোম্পানি থেকে পিসি ও ট্যাব নির্মাতা কোম্পানি।


এসএমআইসি বলছে, সাংহাইয়ের বিজনেস হাব পুডং জেলার লিনগাং ফ্রি ট্রেড জোনে (এফটিজেড) কারখানাটি চালু হচ্ছে। মাসিক ১ লাখ ১২ ইঞ্চি ওয়েফার তৈরি করার সক্ষমতা থাকবে নতুন কারখানার। এছাড়া সেখানে ইন্টিগ্রেটেড সার্কিট ফাউন্ড্রি ও ২৮ ন্যানোমিটার কিংবা তারও বেশি মাপের প্রসেসর নির্মাণ করা হবে। রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি চিপ তহবিলের সহায়তা পাচ্ছে এসএমআইসি।


সাংহাইয়ের ওই বাণিজ্যিক জোনটিতে আরো যে কোম্পানির কারখানা রয়েছে, তার মধ্যে রয়েছে কনটেম্পোরারি টেকনোলজি কোম্পানি ও টেসলা।


গত এক দশকে দেশীয় চিপ নির্মাতা কোম্পানিগুলোকে সহায়তায় শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন সরকার। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেক্কা দিতে অতীতের মতো প্রযুক্তি কোম্পানিগুলোকে সহায়তা করে আসছে দেশটির সরকার।

কোন মন্তব্য নেই